ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: জামায়াত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৮  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩২

কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন: জামায়াত
জামায়াতের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেছেন বিদেশিদের কাছে ধর্না নয়, কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

সোমবার এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। বিক্ষোভ মিছিলটি রাজধানীর পান্থপথ থেকে শুরু হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ মিছিল করে জামায়াত।

ড. হেলাল উদ্দিন বলেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনার দাবি শুধুমাত্র জামায়াতে ইসলামীর নয়, এটা গোটা বাংলাদেশের জনগণের দাবি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই, এটা তারা ভালো মতোই বুঝে গেছেন।

মিছিল শেষে অনেক নেতাকর্মীদের আটকের ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানান জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত