ঢাকা, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

ঢাকায় বিএনপির দুই সমাবেশ শুক্রবার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

ঢাকায় বিএনপির দুই সমাবেশ শুক্রবার
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে টানা ১৭ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির তৃতীয় দিন শুক্রবার ঢাকায় দুই সমাবেশ করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে শুক্রবারের সমাবেশের আয়োজন করবে। বিএনপি ছাড়াও সমমনা দলগুলো ঢাকায় সমাবেশ করবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি বেলা ৩টায় আব্দুল্লাহপুর পলওয়ে মার্কেট সংলগ্ন ময়দানে সমাবেশ করবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক।

মহানগর দক্ষিণ বিএনপি বেলা ৩টায় যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়কে সমাবেশ করবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদ লিটন।

১২ দলীয় জোট বিকেল ৪টায় বিজয় নগর পানির ট্যাংক সংলগ্ন সমাবেশ করবে। জাতীয়তাবাদী সমমনা জোট বিকেল ৪টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে সমাবেশ করবে। এলডিপি করবে বেলা ৩টায় কাওরানবাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে।

গণ অধিকার পরিষদ (নুর) করবে বেলা সাড়ে ৩টায় উত্তর বাড্ডা ওভার ব্রিজ সংলগ্ন। সমাবেশের শেষে রামপুরা অভিমুখে পদযাত্রা করবে দলটি। গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে।

যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, পিপলস পার্টি, এনডিএম, গণতান্ত্রিক বাম ঐক্য ও লেবার পার্টির আগামীকাল কোনো কর্মসূচি থাকছে না।

আরও পড়ুন: হরতাল-অবরোধের প্রস্তুতি নিতে বললেন গয়েস্বর

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত