ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ধোলাইখালে বিএনপির সমাবেশ চলছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৫৩  
আপডেট :
 ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০

ধোলাইখালে বিএনপির সমাবেশ চলছে
রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ শুরু হয়েছে।

সোমবার বিকেল ৩টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

এর আগে দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তারা সমাবেশে অংশ নিয়ে স্লোগান দিতে থাকেন।

তিনটি পিকআপে করা হয়েছে ভ্রাম্যমাণ মঞ্চ। এ সমাবেশে যোগ দিতে বেলা ১১টা থেকেই মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সমাবেশ কেন্দ্র করে ধোলাইখাল, রায়েরশাহ বাজার, কোট কাচারি, নয়াবাজার, দয়াগঞ্জে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

আরও পড়ুন: আমিনবাজারে বিএনপির মঞ্চ ভাঙচুর, সমাবেশ স্থগিত

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত