ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিএনপির শ্রমজীবী কনভেনশন চলছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৮

বিএনপির শ্রমজীবী কনভেনশন চলছে
রাজধানীতে বিএনপির শ্রমজীবী কনভেনশনে নেতাকর্মীরা। ছবি: প্রতিবেদক

রাজধানীতে চলছে বিএনপির শ্রমজীবী কনভেনশন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে এ কর্মসূচিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার দুপুর ৩টার দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন শুরু হয়।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য কারাবন্দীদের মুক্তি, জাতীয় সংসদ বিলুপ্তি ও দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে’ এ কনভেনশনের আয়োজন করা হয়।

শ্রমজীবী কনভেনশনে অংশগ্রহণকারীরা বিএনপির পতাকা ও স্লোগান সংবলিত ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে এগিয়ে আসছেন। তাদের মুখে রয়েছে স্লোগান।

শ্রমজীবী কনভেনশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজন কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

কর্মসূচি ঘিরে মতিঝিল ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আশাপাশের সড়কে তীব্র যানজোট সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ-সমাবেশ

বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি

  • সর্বশেষ
  • পঠিত