বিএনপির ফরিদপুর বিভাগীয় রোডমার্চ মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১৯:১০
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির এক দফার দাবিতে মঙ্গলবার ফরিদপুর বিভাগীয় রোডমার্চ করবে বিএনপি।
সকাল সাড়ে ৯টায় রাজবাড়ির গোয়ালন্দ মোড় থেকে শুরু করে শরিয়তপুর স্টেডিয়ামে গিয়ে শেষ হবে।
১৩০ কিলোমিটার এ রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
সমন্বয়ক হিসেবে থাকবেন বিএনপির ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সহ-সমন্বয়ক সেলিমুজ্জামান সেলিম, খন্দকার মাশুকুর রহমান।
আরও পড়ুন: খালেদা জিয়াকে বন্দি রেখে হত্যা করতে চায় সরকার: ফখরুল
বাংলাদেশ জার্নাল/এএইচ/এমপি