জ্বরে আক্রান্ত মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৭:০০
গতকাল সোমবার থেকে জ্বরে আক্রান্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান
তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল থেকে জ্বরে ভুগছেন। তাকে দেখতে গিয়েছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসাপত্র দিয়েছেন তিনি।
শায়রুল কবির জানান, বিএনপি মহাসচিব এখন বিশ্রামে আছেন। জ্বরের কারণে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত থেকে পারছেন না তিনি।
গতকাল গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ এর উদ্যোগে শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘গুম: জান ও জবান’ অনুষ্ঠানে প্রথন অতিথি হিসাবে থাকার কথা থাকলেও আসতে পারেননি।
বাংলাদেশ জার্নাল/এএইচ/এফএম