ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

বিএনপি’র নতুন কর্মসূচি আসছে

বিএনপি’র নতুন কর্মসূচি আসছে

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুনভাবে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শনিবার (২১ এপ্রিল) রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রবিবার (২২ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্মসূচি গণমাধ্যমে জানাবেন।

বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আলোচনায় সিদ্ধান্ত হয় যে, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে চলমান শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। এর ধারাবাহিকতায় খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বৈঠক সূত্রে আরো জানা গেছে, আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনে ২০ দলীয় জোটের একক প্রার্থী নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে নেতাকর্মীদের সাক্ষাতে বাধা এবং জামায়াতের আচরণ নিয়েও আলোচনা হয়। তবে এর বাইরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, সেই বিষয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানা যায়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কেএস/এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত