ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ঈদযাত্রা এবারও দুর্বিষহ : রিজভী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৯:০০

ঈদযাত্রা এবারও দুর্বিষহ : রিজভী

জনগণের জন্য ঈদযাত্রা এবারও দুর্বিষহ ও বেদনাদায়কই হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর এ জন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে দায়ী করেছে দলটি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

এ সময় অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের মুক্তি দাবি করেন বিএনপি নেতা। নিরাপদ সড়ক আন্দোলনের সময় আটককৃত নেতাকর্মীদেরও মুক্তি দাবি করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘সড়কে লাশের সংখ্যা বেড়ে যাচ্ছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। গুরুতর আহত হয়েছেন শতাধিক। সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই দুর্ঘটনার মূল কারণ।’

‘সড়কে মানুষকে নিরাপদে ফিরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের সাহেব। তিনি কয়েক দিন আগে বলেছিলেন, এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা কী দেখলাম, প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাও হয়েছে দুর্বিষহ, বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘চোরাবালিতে ডুবতে থাকা সরকার খরকুটো ধরে বাঁচার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে। কিন্তু বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করে অপপ্রচার করে পার পাওয়া যাবে না।’

বাংলাদেশ জার্নাল/এআর

  • সর্বশেষ
  • পঠিত