ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

ছাত্রদলের নামে ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৯:৫৫  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০১৮, ২০:০৪

ছাত্রদলের নামে ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে

ফেসবুকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের স্বাক্ষর সংবলিত একটি ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সংগঠনটির মহানগর পূর্বের শাহজাহানপুর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়াকে বহিষ্কার সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। তবে ছাত্রদল বলছে, এই বিজ্ঞপ্তিটি ভুয়া এবং এর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রদলের দফতর সম্পাদক মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী ওই বিজ্ঞপ্তির বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেখানে বলা হয়েছে, ‘এটি (বহিষ্কারের ঘটনা) সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। মূলত আজ ১৫ই নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ধরনের কোন মিটিং হয়নি। তাই ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাংবাদিকদের এই ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’

ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘ভবিষ্যতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি যাবে সেটাই আমাদের কথা। এর বাহিরে কোনো ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন সংবাদ বিজ্ঞপ্তি গেলে সেটা আমলে না নেওয়ার জন্য সাংবাদিক ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ করা হল।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে একটি সংবাদ বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। যেখানে লেখা ছিল, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভূঁইয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িকভাবে বহিষ্কার করা হইলো।’

  • সর্বশেষ
  • পঠিত