ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ফখরুলদের সঙ্গে মার্কিন দূতের দেড় ঘণ্টার বৈঠক

ফখরুলদের সঙ্গে মার্কিন দূতের দেড় ঘণ্টার বৈঠক

যুক্তরাষ্ট্র সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মঙ্গলবার রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন মিলার।

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।’

বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মিলার আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ভয়ভীতি ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চায়। সবার কাছে গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় তারা।’ ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রদূত মনে করেন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনো প্রার্থীর উপরে যেন আক্রমণ না হয়। এক কথায় তারা মনে করে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত।’

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন মিলার। প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তারা। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

  • সর্বশেষ
  • পঠিত