ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ইনু-মেনন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:১৯

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ইনু-মেনন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠন হয়েছে নতুন মন্ত্রিসভা। মন্ত্রীরা শপথ গ্রহণও করেছেন। যে মন্ত্রিসভা হয়েছে, সেখানে আওয়ামী লীগের একক আধিপত্য। এ নিয়ে আওয়ামী লীগের জোট ২০ দলের মধ্যে চাপা ক্ষোভ হয়েছে। তবে ক্ষোভকে চেপে রেখে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করতে ১৪ দলের নেতারা আগ্রহী। ১৪ দলের অধিকাংশ নেতাকর্মী বলছেন, এটা নিয়ে প্রকাশ্য বিরোধে জড়ালে ১৪ দলেরই ক্ষতি হবে। তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গেই থাকতে চায়।

১৪ দলের অন্যতম শরিকদল ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন বলেন, আমরা এই বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহী। আমরা তার সময় চেয়েছি। আশা করি নিশ্চয়ই তিনি আমাদের সময় দেবেন।

১৪ দলের আরেক নেতা সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের সমন্বয়ক মোহাম্মদ নাসিমকেও বলেছি তিনি যেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শিগগিরই একটি সময় বের করেন। যদিও এখন পর্যন্ত কোন সময় পাওয়া যায়নি।’

  • সর্বশেষ
  • পঠিত