ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

বিএনপিকে বি. চৌধুরীর উপদেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৪৮

বিএনপিকে বি. চৌধুরীর উপদেশ
ফাইল ফটো

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় ভোট দাবি করেছে বিএনপি। যেসব আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারাও সংসদে যাওয়ার শপথ নেননি।

এদিকে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে বিজয়ী বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের সংসদে এসে কথা বলা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, প্রার্থী নিয়ে মনোনয়ন বাণিজ্য না করলে বিএনপি হয়তো বা এই নির্বাচনে আরও ভালো ফল করতে পারতো। এর থেকেই তো মানুষ জানতে পেরেছে, তাদের চরিত্রটা কী! এদের চরিত্র শোধরায়নি। তাই বাংলাদেশের জনগণ নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছে। তারপরও যে কয়টা আসনে তারা জিতেছে, গণতন্ত্রের স্বার্থে তারা যদি চায়, তাদের সংসদে আসা প্রয়োজন।

প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রতিধ্বনি করে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীও বিএনপিকে উপদেশ দিলেন নিজেদের ভুল শোধরানোর।

রোববার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। বলেন, ‘বিএনপির ভুল-ত্রুটি শোধরানোর জন্য সংসদে যাওয়া উচিত।’

বিএনপিকে সংসদে বসার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নিজেদের ভুল-ত্রুটি এবং সরকারের ভুল-ত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য।’

বি. চৌধুরী বলেন, ‘সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতন্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যৎ, অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে।’

যুক্তফ্রন্ট চেয়ারম্যান বলেন, ‘বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এখনও যারা স্বাধীনতাবিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে।’

এ সময় তিনি জামায়াত নিয়ে ড. কামালের বিলম্ব উপলব্ধির জন্য ধন্যবাদ জানান।

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দলের মহাসচিব মেজর (অব:) মান্নান ও মাহী বি চৌধুরীকে সংবর্ধনা দেয় বিকল্প যুবধারা।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত