ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

আহমেদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণফোরামের আহ্বান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৫৭

আহমেদ শফীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গণফোরামের আহ্বান

নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছে গণফোরাম। সোমবার এক বিবৃতিতে এ আহ্বান জানান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

বিবৃতিতে বলা হয়, আহমদ শফীর মন্তব্য বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানের পরিপন্থী। ধর্মের অপব্যখ্যা দিয়ে তার নিজের তৈরি ফতোয়া দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এমন মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

নারীদের শিক্ষা নিয়ে আহমেদ শফীর মন্তব্যের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত শুক্রবার মেয়েদের স্কুল-কলেজে না দেয়ার আহ্বান জানিয়েছে আহমদ শফী বলেন, ‘আপনাদের মেয়েদের স্কুল-কলেজে দেবেন না। যদি দেনও ফোর-ফাইভ পর্যন্ত পড়াবেন। এর বেশি পড়লেখা করালে আপনার মেয়েকে পর পুরুষে টানাটানি করে নিয়ে যাবে।’

পরে অবশ্য তার বক্তব্যের খণ্ডিত অংশ ভুলভাবে গণমাধ্যমে প্রচার করে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার অপপ্রয়াস চলছে বলে অভিযোগ করেন তিনি।

  • সর্বশেষ
  • পঠিত