ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বিএনপি নেতাকর্মীদের রিজভীর হুঁশিয়ারি

বিএনপি নেতাকর্মীদের রিজভীর হুঁশিয়ারি

আগামী উপজেলা নির্বাচন বর্জন করেছেন বিএনপি। তবে দলটির অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। এরই প্রেক্ষিতে দলের নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমি বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি, আগামী উপজেলা নির্বাচনে কোনও নেতাকর্মী অংশ নিতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার বেলা তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলের প্রাথমিক সদস্য আছেন, তারাও নির্বাচন করতে পারবেন না। আর সাংগঠনিক ব্যবস্থার মধ্যে বহিষ্কার, সাময়িক বহিষ্কার সবই আছে।

প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘নি (নূরুল হুদা) দেশের নির্বাচনি ব্যবস্থাকে কবর দিয়েছেন। তিনি আইনকানুন নিয়মনীতির ধার ধারছেন না।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অনেকে।

  • সর্বশেষ
  • পঠিত