ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আমার বিচার করার ক্ষমতা নেই: কামাল হোসেন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩

আমার বিচার করার ক্ষমতা নেই: কামাল হোসেন

গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, গণশুনানির মাধ্যমে আমার বিচার করার ক্ষমতা ও দায়িত্ব নেই।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদের নির্বাচনের ওপরে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে গণশুনানির উদ্বোধনী বক্তৃতায় তিনি এ কথা বলেন। গণশুনানীতে প্রধান বিচারক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সকাল ১০টায় এ গণশুনানি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত দুই অধিবেশনে এ গণশুনানি চলবে।

কামাল হোসেন বলেন, আমরা কেউ বিচারক না। এটা হচ্ছে গণশুনানি। বিচার হবে আদালতে ও ট্রাইব্যুনালে, আমাদের বিচার করার ক্ষমতা ও দায়িত্ব নেই।

তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে কি হয়েছে সেটা জনগণের জানা দরকার। সেই উদ্দেশ্যে আজ প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে।

সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছে বলেও মন্তব্য করেন ড. কামাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতাপাঠ, বাইবেল পাঠ করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণশুনানিতে জুরি বোর্ডে সাতজন বিচারক রয়েছেন। তারা হলেন: ড. কামাল হোসেন, ড. এমাজউদ্দিন আহমেদ, মহসীন রসিদ, অধ্যাপক নূরুল আমিন বেপারী, প্রফেসর দিলারা চৌধুরী, সা কা ম আনিসুর রহমান খান ও ড. আসিফ নজরুল।

গণশুনানি পরিচালনা করছেন আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেমন হোসেন আলাল, জগলুল হায়দার আফ্রিক, শহীদ উদ্দিন স্বপন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু, বিএনপি নেতা আব্দুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত আছেন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত