ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে: হানিফ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৬:৩৭

স্থানীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই হচ্ছে: হানিফ

দেশের প্রত্যেকটি এলাকায় শান্তিপূর্ণভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এরপরও কোনো রাজনৈতিক দল বা দলের নেতা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে বলতে হয় তারা সবসময় এ দেশকে অস্থিতিশীল ও অশান্ত দেখতে পছন্দ করেন। যার ফলে কোনো কারণ ছাড়াই তারা অভিযোগ করে।

বুধবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এ মন্তব্য করেন।

হানিফ আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে পাহাড়ি বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব ছিল। তারই পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেরাই সংঘর্ষে লিপ্ত হয়েছে। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। পাহাড়িদের অভ্যন্তরীণ কোন্দল যারা নির্বাচনের সাথে গুলিয়ে ফেলে আসলে তারা শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ দেখে হতাশ। তাদের এই মন্তব্য রাজনৈতিকভাবে দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত