ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৫ মিনিট আগে
শিরোনাম

নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১৮:৫৫  
আপডেট :
 ১৩ এপ্রিল ২০১৯, ১৯:১১

নববর্ষের শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকেলে সিঙ্গাপুর থেকে দেশবাসীকে তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।

ওবায়দুল কাদের তার পাঠানো শুভেচ্ছা বার্তায় লেখেন-

“লিখতে না পারার বেদনা নীরবে অশ্রু ঝরায়।

ঘুমহীন চোখে রাত কাটে দিগন্তে স্বপ্নের

ডানা মেলে।

তবুও .....

নতুন বছরে বাংলাদেশের নতুন কোন দুর্ভাবনা

নেই। সতের কোটি মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারে

শুধুমাত্র একজন শেখ হাসিনা নিরন্তর

জেগে থাকেন বলে।

‘শুভ নববর্ষ’।’’

এর আগে, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরের দিনই (৪ মার্চ) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়।

সর্বশেষ গত শুক্রবার (৫ এপ্রিল) চিকিৎসা শেষে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছাড়পত্র পাওয়ার পর শুক্রবার বাংলাদেশ সময় দেড়টার দিকে তিনি হাসপাতাল ছেড়েছেন।

  • সর্বশেষ
  • পঠিত