ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

এরশাদের বাসার গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো বিদিশাকে

এরশাদের বাসার গেট থেকে তাড়িয়ে দেওয়া হলো বিদিশাকে

সাবেক স্বামী হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর খবর শুনেই ভারত থেকে দেশে ছুটে এসেছেন বিদিশা এরশাদ। রোববার রাতেই ভারতের আজমীর শরীফ থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর সোমবার সকালে সোয়া সাতটা নাগাদ তিনি এরশাদের বারিধারা ‘প্রেসিডেন্ট পার্ক’র বাসভবনে যান। সন্তান এরিককে একবার দেখার জন্য আকুতি জানান তিনি। কিন্তু তাকে বাসার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বিদিশা জানিয়েছেন, প্রেসিডেন্ট পার্কের নিরাপত্তাকর্মী ও দলের কিছু কর্মী তার সাথে নির্মম আচরণ করেছে। তিনি প্রশ্ন করেছেন, আমি কি তবে আমার সন্তানকে দেখতে পারবো না?

বিদিশা বলেন, আমার ছেলে এরিকের অবস্থা ভাল না। আমি কিছুই চাই না। আমার সন্তানকে দেখতে চাই। সে ভালো নেই। সে একা রয়েছে। কান্নাকাটি করছে। তার সাথে দেখা করতে দেন, এমন অনুরোধ করার পরও তারা আমাকে ঢুকতে দেননি।

উল্লেখ্য, ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এরশাদের। এরশাদ-বিদিশা দম্পতির সন্তান এরিক এরশাদ। বিচ্ছেদের পরে আদালতের আদেশে এরিকের দায়িত্ব পান এরশাদ। এরিকের বয়স এখন ১৮ বছর। এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন।

  • সর্বশেষ
  • পঠিত