ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন এরশাদ’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৭

‘প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন এরশাদ’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আমার নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা যাওয়ার আগে গত নির্বাচনের আগে যখন সব রাজনীতিবিদদের ডেকেছিলেন, তখন প্রধানমন্ত্রীকে বলেছিলেন, আপনি আমার বোনের মত, আমি দীর্ঘদিন ক্ষমতায় ছিলাম, আমার কারণে বা আমার বাহিনীর দ্বারা আপনাদের কেউ অত্যাচারের শিকার হলে আমি ক্ষমা চাচ্ছি। আমার বড় বোন বা ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন।’

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ কথা বলেন।

অধিবেশনের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে সেই প্রস্তাবের ওপর সরকারি দল, বিরোধী দল জাতীয় পার্টি ও বিএনপির সংসদ সদস্যরা বক্তব্য দেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত