ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

‘টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত না’

  ‌নিজস্ব প্র‌তি‌বেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৯, ১৪:২৫

‘টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত না’

টর্চার সেলের সঙ্গে ছাত্রলীগ পরিচিত নয় ব‌লে ছাত্রলী‌গের পক্ষ থে‌কে দা‌বি করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দুপু‌রে রাজধানীর ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের (ঢা‌বি) ভি‌সি চত্তর এলাকায় শোক র‌্যালী শে‌ষে সং‌ক্ষিপ্ত সমা‌বে‌শে এমন দা‌বি ক‌রেন ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এর আ‌গে বিশ্ব‌বিদ্যাল‌য়ের মধুর ক্যা‌ন্টিন থে‌কে র‌্যালী‌টি শুরু হ‌য়ে কলা ভবন, শহীদ মিনার, ফুলার ‌রোড ঘু‌রে ভি‌সি চত্ত‌রে এসে ‌শেষ হয়। এতে ‌কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢা‌বি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা ক‌লেজ, ইডেন ম‌হিলা ক‌লেজ, গার্হস্থ্য অর্থনী‌তি ক‌লেজসহ ছাত্রলী‌গের বি‌ভিন্ন ইউ‌নিট অংশ নেয়।

সমাবে‌শে সাংবা‌দিক‌দের এক প্র‌শ্নের জবা‌বে সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ব‌লেন, ছাত্রলী‌গে কোন অপরাধী, অপকর্মকারী‌দের স্থান নেই। টর্চার সে‌লের সা‌থে ছাত্রলীগ প‌রি‌চিত নয়। নেতাকর্মীরা টর্চার সে‌লের নামও জা‌নে না। এক‌টি মহল চক্রান্ত ক‌রে ছাত্রী‌গের সা‌থে টর্চার সেল‌কে জড়া‌চ্ছে। আমরা দা‌য়িত্ব পাওয়ার পর ‌থে‌কে ছাত্রলী‌গের বি‌ভিন্ন ইউনিটে যখ‌নই অভিযোগ পা‌চ্ছি, স‌ঙ্গে স‌ঙ্গে ব্যবস্থা নি‌চ্ছি।

ঢা‌বির মুহ‌সিন হ‌লে দুই ছাত্রলীগ নেতার অস্ত্রসহ গ্রেপ্তা‌রের ‌বিষয়‌টি জান‌তে চাই‌লে লেখক ব‌লেন, বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের কার‌ণে দুজন‌কেই ছাত্রলীগ থে‌কে বহু‌দিন আগে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। নুরু ডাকসুর ভি‌পি হওয়ার প‌রে তার আশ্র‌য়ে হ‌লে নানা অপক‌র্মে জ‌ড়ি‌য়ে প‌ড়ে তারা।

সমা‌বে‌শে ভারপ্রাপ্ত সভাপ‌তি আল না‌হিয়ান খান জয় ব‌লেন, আবরা‌র হত্যায় আমরা শোক র‌্যালী ক‌রে‌ছি। কোন ব্য‌ক্তির দায় আমরা নে‌বো না। ছাত্রলী‌গের সুনাম নষ্টকারীরা ছাত্রলী‌গে স্থান পা‌বে না।

‌তি‌নি ব‌লেন, আজ‌কে আবরা‌রের স্মর‌নে হাজার হাজার নেতাকর্মী শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছে। ছাত্রলীগ নেতাকর্মী‌দের প্র‌তি আহ্বান থাক‌বে যে কোন ধর‌ণের অপকর্মের জন্য শেখ হা‌সিনার উন্নয়ন অগ্রগ‌তি বাধাগ্রস্থ হ‌তে দেয়া যা‌বে না।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত