ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

‘দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান টেন ইয়ার্স টু লেইট’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৯, ১৫:২৮

‘দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান টেন ইয়ার্স টু লেইট’

দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযান ‘টেন ইয়ার্স টু লেইট’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ্য করে মওদুদ আহমদ বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান- টু লেইট। টেন ইয়ার্স টু লেইট। কারণ, এ দশ বছর আপনারা কিছুই করেননি। এখন দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। এতে করে কোনো লাভ হবে না। আপনারা দুর্নীতি দূর করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাত ২৯ ডিসেম্বর বর্তমান সরকার ‘সিভিলিয়ান ক্যু’ করে ক্ষমতা দখল করেছে। এ সরকারের রাষ্ট্র পরিচালনা করার কোন নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। সুতরাং ক্ষসতাসীন জোটের অন্যতম নেতা রাশেদ খান মেননের বক্তব্যের পর সরকারের উচিত ছিলো সংসদ ভেঙে দেওয়া।’

মওদুদ বলেন, ‘মেনন দেরিতে হলেও সত্য কথা বলেছেন। পাঁচ বছর ক্ষমতায় থেকে আরাম আয়েশ করে এ কথা বলেছেন। যা আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন দেবেন না। কারণ, সরকার তার জামিন চায় না। রাজনৈতিক প্রভাবের কারণে এক বছর আট মাসে তার জামিন হয় না। তার জামিন আইনের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি না। তার মুক্তির একমাত্র পথ রাজপথ। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’

তিনি বলেন, ‘২০১৯ সাল বর্তমান সরকারের জন্য ‘ব্যাড লাক’। ভোট চুরি করে ক্ষমতায় আসার পর বছর শুরু হয় নুসরাত হত্যাকাণ্ড দিয়ে। তারপর ছাত্রলীগের টেন্ডারবাজি, চাঁদাবাজি। এরপর যুবলীগ। আর তার নেতা সম্রাট, শামীম, খালেদ। এ রকম আরো কত সম্রাট, শামীম, খালেদ যুবলীগে এখনো আছে, তা আমরা আন্দাজ করতে পারি।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ বক্তব্যে রাখেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত