ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

কমিটি গঠনে লেনদেন, টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ২২:৫৩  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৯, ২৩:১৭

টাকা দিয়ে পদ না পাওয়ায় জিডি
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসানের বিরুদ্ধে যাত্রবাড়ী থানা সাধারণ ডায়েরি (জিডি) করছেন রোজী বেগম নামের এক নারী।

জিডিতে রোজী নামের ওই নারী উল্লেখ করেন, ‘মেহেদী হাসান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি, সেই সুবাদে আমার পরিচিত। মেহেদী আমার ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন আনন্দকে (২৪) ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার সভাপতি পদ দেওয়ার কথা বলে, পরবর্তী সময়ে আমার ছেলেকে কমিটিতে না নিয়ে অন্যজনকে কমিটিতে পদায়ন করেছে। এ বিষয়ে আমি তার সাথে কথা বললে সে উত্তেজিত হয়ে আমার এবং আমার ছেলের বড় ধরনের ক্ষতি করবে বলে ভয়ভীতি দেখায়।’

এ বিষয়ে রোজী বেগমের স্বামী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মেহেদী আমার ছেলেকে নেতা বানানের কথা বলে দুই লাখ টাকা নেয়। কিন্তু কমিটিতে তাকে রাখা হয়নি। অন্য বিবাহিত ছেলেকে দিয়ে কমিটি দেয়। আমি টাকা ফেরত চাইলে সে আমায় হত্যার হুমকি দেয়।’

জাহাঙ্গীর হোসেন নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পরিচয় দেন। তিনি আরো বলেন, ‘আমি দলীয় লোক হওয়ার পরও মেহেদী আমার সঙ্গে এমনটা করেছে- শুধু আমি না, আরো পাঁচ-ছয়জন আছে যাদের কাছ থেকে মেহেদী টাকা নিয়েছে।’

দুই লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বাংলাদেশ জার্নালকে বলেন, ‘চাকরিপ্রার্থী অনেকে থাকে। যাদের চাকরি হয় না, তখন তারা অভিযোগ করে, অন্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে। এই বিষয়টা তেমনই।’

রোজী বেগম উল্টো হুমকি দিয়েছেন দাবি করে মেহেদী বলেন, ‘আমি তার ছেলেকে নেতা বানাইনি বলে তারা আমাকে দেখে নেবে বলে হুমকি দিয়েছেন। আমি যখন বলেছি এ বিষয়ে আমার কিছু করার নাই তখন সে বলে দাঁড়া আমি জিডি করচ্ছি। আপনি খোঁজ নিলে জানতে পারবেন আনন্দ বিদেশে ঘুরে বেড়াচ্ছে। যে ছাত্রলীগের পদ চেয়ে বিদেশে ঘুরে বেড়ায় সে কেমন হতে পারে বুজেন।’

কথার প্রসঙ্গে দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বলেন, ‘কমিটি দেওয়ার ক্ষেত্রে স্থানীয় এমপিসহ অনেকের প্রভাব থাকে। তিনি যেভাবে বলেছেন, আমি সেভাবেই করেছি। আমার কাছে প্রমাণ আছে। এখন তারা (শাকিল হোসেন আনন্দর পরিবার) আমার বিরুদ্ধে লেগেছে।’

ছাত্রলীগের কমিটিতে এমপি বা অন্যদের কী ধরনের প্রভাব থাকে জানতে চাইলে মেহেদী বলেন, ‘এটা থাকে। যারা দলের জন্য কাজ করেছেন তাদের সুপারিশে কমিটিতে রাখা লাগে।’

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জার্নালকে বলেন, ‘জিডি হয়েছে। আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত