ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেড় মাসে আগেই জাসাসের পূর্ণাঙ্গ কমিটি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৯, ১৯:১৭

মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেড় মাসে আগেই জাসাসের পূর্ণাঙ্গ কমিটি

কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার মাত্র দেড় মাসে আগে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস। ড. মামুন আহমেদকে সভাপতি এবং হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ড. মামুন আহমেদকে সভাপতি এবং হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ১৮৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অনুমোদন করেছেন। ঘোষিত এই কমিটিতে ২৩ জনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে ২০১৭ সালের ১৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদকে সভাপতি এবং নায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের ৩০ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। তবে সিন্ডিকেট বলয়ের কারণে কমিটি পূর্ণাঙ্গ করতে এতো সময় লেগেছে বলে সংগঠনটির একটি সূত্রে জানা গেছে।

কেএস

  • সর্বশেষ
  • পঠিত