ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

সংবাদ সম্মেলন ডেকে অনুপস্থিত বাণিজ্যমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৮

সংবাদ সম্মেলন ডেকে অনুপস্থিত বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের দাম নিয়ে সমালোচনায় থাকা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বাণিজ্য বিষয়ক এক সংবাদ সম্মেলনে ডেকেও উপস্থিত ছিলেন না। রোববার দুপুরে ষষ্ঠ ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছিলেন মন্ত্রী।

কিন্তু তার এক ঘণ্টা পর বেলা ২টায় সংবাদ সম্মেলন শুরুর সময় উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, মন্ত্রী এবং সচিব মো. জাফর উদ্দীন সংবাদ সম্মেলনে থাকতে পারছেন না।

পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর বিভিন্ন অনুষ্ঠানে তা নিয়েই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ছেন বাণিজ্যমন্ত্রী।

রোববার বিকাল সাড়ে ৩টায় নিত্যপ্রয়োজনীয় পণ্যর মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভাও বাতিল করা হয়। এ সভায় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদেরও থাকার কথা ছিল।

ষষ্ঠ ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ নিয়ে সচিবালয়ে দুপুর ২টায় সংবাদ সম্মেলন আসেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বিজনেস ক্লাইমেট ডায়ালগ শুরু হলেও জরুরি কাজ থাকায় সংবাদ সম্মেলনে তিনি থাকতে পারেননি।

  • সর্বশেষ
  • পঠিত