ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫

খালেদাকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ কামরুলের

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনে নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেয়।

এ আদেশের পর বিএনপি আইনজীবীরা বলছেন, তারা এ রায়ে হতাশ হয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য কামরুল ইসলাম।

তিনি বলেছেন, খালেদা জিয়ার মামলার যে মিরট সে অনুযায়ী তার মুক্তি বা জামিন পাওয়ার কোনো কারণ নাই। কাজেই তাদের রাষ্ট্রপতির কাছে ক্ষমতা চাওয়া উচিত। সংবিধানের বিধি-বিধান অনুসারে তাদের একমাত্র পথ হচ্ছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। তিনি (রাষ্ট্রপতি) ইচ্ছা করলে তাকে মুক্তি দিতে পারেন।

আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত