ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের সম্মেলনের সাংস্কৃতিক পর্বে যা থাকছে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:২৫  
আপডেট :
 ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:২৮

আওয়ামী লীগের সম্মেলনের সাংস্কৃতিক পর্বে যা থাকছে
ফাইল ছবি

আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির এই আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক পর্ব। এই পর্বে থাকবে দেশাত্মবোধক গান ও নাচ।

সাংস্কৃতিক আয়োজনে কী কী থাকছে সে বিষয়ে কথা হয় দলটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সঙ্গে। তিনি জানান, ‘সম্মেলনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় সংগীত পরিবেশন করবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। এরপর নেত্রী (আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা) শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করবেন।’

তিনি আরো জানান, ‘এরপর রয়েছে সাংস্কৃতিক পর্ব। এ পর্বে থাকছে দেশাত্মবোধক গান ও নাচ। এখানে একক সংগীত পরিবেশনের সুযোগ নেই, সম্মিলিত পরিবেশনা হবে। এছাড়া শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা নৃত্য পরিবেশন করবেন।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ/টিও

  • সর্বশেষ
  • পঠিত