ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

ভাষা ও ঐতিহ্যকে বড় করে দেখেছেন বঙ্গবন্ধু

  ফিচার ডেস্ক

প্রকাশ : ০৭ মার্চ ২০২০, ১৬:১৭  
আপডেট :
 ১২ মার্চ ২০২০, ১৭:০৫

ভাষা ও ঐতিহ্যকে বড় করে দেখেছেন বঙ্গবন্ধু

মধ্যবিত্ত মুসলিম পরিবার থেকে এলেও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙালির সাংস্কৃতিক পরিচিতিকে (ভাষা ও ঐতিহ্য) বড় করে দেখেছেন। ‘বাঙালি’ শব্দটিই ছিল জাতীয়তাবাদের একটি অসাম্প্রদায়িক পরিচয়।

ভারতের সাংবাদিক পিকে বালাচন্দ্রন তার একটি লেখায় লিখেছেন, ‘মুজিবের অসাম্প্রদায়িক চেতনা কিন্তু ধর্মকে বাদ দিয়ে নয়। তার কাছে অসাম্প্রদায়িকতা ছিল সব ধর্মের মানুষের মাঝে একতা।’

তিনি আরো লিখেছেন, একইভাবে মহাত্মা গান্ধীও ভাবতেন। গান্ধী হিন্দু ধর্ম পালন করলেও সব ধর্মের মানুষের নেতা ছিলেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেছেন, ‘তিনি (বঙ্গবন্ধু) ভিন্নতার মাঝে মিল তৈরি করেছেন এবং জাতীয়তাবাদ ও ধর্মকে এক করেছেন।’

সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘অনেকে বঙ্গবন্ধুকে ‘বুর্জোয়া নেতা’ বলতে চাইলেও তিনি কিন্তু এলিট শ্রেণির বিরুদ্ধে ও শোষিতের পক্ষে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, তিনি ধর্মীয় রাজনীতিকে অসাম্প্রদায়িক রাজনীতিতে পরিণত করেছেন এবং অসাম্প্রদায়িক শ্লোগান ‘জয় বাংলা’ তৈরি করেছেন, যা আমাদের মুক্ত দেশের প্রথম দিককার শব্দ।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত