ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

করোনার নতুন উপসর্গ, শরীরে লালচে র‌্যাশ!

  ফিচার ডেস্ক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ১৬:৪১  
আপডেট :
 ২৮ এপ্রিল ২০২০, ১৬:৫২

করোনার নতুন উপসর্গ, শরীরে লালচে র‌্যাশ!
ছবি: সংগৃহীত

প্রাণঘাতী করোনাভাইরাস। নানান সময়ে নানান রূপে হাজির হচ্ছে এ মহামারি। শুরু থেকে অনেকবার রূপ বদলেছে করোনাভাইরাস। এবার এ ভাইরাসে আক্রান্ত রোগীর দেহে লালচে র‌্যাশ দেখা দিচ্ছে। আগেকার মতো ঠান্ডা-জ্বর-সর্দি দিয়ে শুরু হলেও নতুন এ উপসর্গ সবাইকে রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছি।

সম্প্রতি ইতালিতে বেশ কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা গেছে। করোনায় আক্রান্ত এসব রোগীদের জ্বর আর গলা ব্যথার মতো সমস্যাও ছিলো। অনেকের আবার কোনো উপসর্গ দেখা না দিয়ে শুধু ত্বকে লালচে র‌্যাশ দেখা গেছে।

ইতালির বিশেষজ্ঞরা বলছেন, তারা দেশটিতে আক্রান্ত অন্তত পাঁচজনের মধ্যে একজনের শরীরে এ ধরনের উপসর্গ দেখতে পাচ্ছেন।

যাদের ত্বকে তেমন কোনো সমস্যা নেই, তাদের শরীরেও এই লালচে র‌্যাশ দেখা যাচ্ছে উল্লেখ করে চর্মরোগ বিশেষজ্ঞ ড. ভেরোনিক বাতালি জানান, র‌্যাশ দেখার ২-৩ দিন পরই রোগীদের শরীরে আরো একাধিক জটিল সমস্যা দেখা দিচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত