ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সেরা বাংলাদেশি ‘ফুড ফটোগ্রাফার’

  ফিচার ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২০, ১৫:৫৬

সেরা বাংলাদেশি ‘ফুড ফটোগ্রাফার’
প্রতীকী ছবি

ইংল্যান্ডের ‘দ্য ফুড অ্যাওয়ার্ডস কোম্পানি’র আয়োজনে প্রতিবছর ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ বাংলাদেশের কেএম আসাদের তোলা একটি ছবি এবার প্রতিযোগিতার সেরা পুরস্কার পেয়েছে৷

খাবারের জন্য দাঁড়িয়ে থাকা রোহিঙ্গা শিশুদের এই ছবিটি তুলেছেন কেএম আসাদ৷ ২০২০ সালের ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার ‘পলিটিক্স অব ফুড’ বিভাগে এটি প্রথম হয়েছে৷ এছাড়া ‘ওয়ার্ল্ডস বেস্ট ফুড ফটো অ্য়াওয়ার্ড’ও জিতেছে এটি৷ ২০১১ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২০১৮ সালে বাংলাদেশের নূর আহমেদ জিলাল এবং ২০১৭ সালে শোয়েব ফারুকীর ছবি সেরা হয়েছিল৷

বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে খাবার রান্না হচ্ছে৷ কেএম আসাদের এই ছবি ‘ফুড ফর সেলেব্রেশন’ বিভাগে প্রথম হয়েছে৷ ২০২০ সালের প্রতিযোগিতায় ৭০টি দেশের প্রায় নয় হাজার ছবি জমা পড়েছিল৷

নারায়ণগঞ্জের বারদীতে সনাতন ধর্মাবলম্বীদের কার্তিকব্রত বা রাখের উপবাস অনুষ্ঠানে তোলা আজিম খান রনির এই ছবি ‘ফুড ফর সেলেব্রেশন’ বিভাগে দ্বিতীয় হয়েছে৷

বগুড়ার সারিয়াকান্দির এক চাতালে আজিম খান রনির তোলা মরিচ শুকানোর এই ছবি ‘ফুড ইন দ্য ফিল্ড’ বিভাগে তৃতীয় হয়েছে৷ সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত