ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

চাঁদে নারী নভোচর পাঠাচ্ছে আমাজন

  তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২০, ২১:৪৬  
আপডেট :
 ১২ ডিসেম্বর ২০২০, ২১:৫৫

চাঁদে নারী নভোচর পাঠাচ্ছে আমাজন
প্রতীকী ছবি

বিশ্বের জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন চাঁদে মহিলা নভোচর পাঠাচ্ছে। আমাজনের প্রধান জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’ সম্প্রতি এই ঘোষণা দেয়। আগামী চার বছরের মধ্যে চাঁদে তারা পাঠাবে নারী নভোচর।

জেফ বেজোস তার সোশ্যাল মিডিয়ার পাতায় জানিয়েছেন পুরোদমে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চন্দ্রাভিযানের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশ তৈরি করছে ব্লু অরিজিন।

জানা গেছে, বিই-৭ নামের একটি ইঞ্জিন তৈরি করেছে বছরের পর বছরের চেষ্টায়। একে চাঁদে অবতরণের মতো করেই তৈরি করা হয়েছে।

ল্যান্ডার হিসেবে ব্যবহারে যাতে সমস্যা না হয়, তার জন্য তরল অক্সিজেন বা তরল হাইড্রোজেনের সাহায্য ইঞ্জিন চালানোর পরিকল্পনা করেছেন ‘ব্লু অরিজিন’-এর বিশেষজ্ঞরা।

ব্লু অরিজিন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪-এর চন্দ্রাভিযানের নাম রাখা হচ্ছে – ‘ব্লু মুন।’ প্রস্তুতি দীর্ঘদিন ধরে চললেও, আনুষ্ঠানিকভাবে জেফ বেজোস নিজের মহাকাশ সংস্থাটিকে প্রকাশ্য আনেন ২০১৯ সালে।

আর তখনই চাঁদে নারী নভোচর পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। মাত্র একবছরের মধ্যে কাজ বেশ দ্রুতই এগোচ্ছে তার সংস্থায়। তবে এই অভিযানে ‘ব্লু অরিজিন’ একা নয়, তাকে সাহায্য করছে আরও তিন সংস্থা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত