ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চালক ছাড়াই চলবে ইলেকট্রিক কার

  তথ্য ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:৪১

চালক ছাড়াই চলবে ইলেকট্রিক কার
প্রতীকী ছবি

শিগগিরই বাজারে আসছে দ্রুত গতির চালকবিহীন ইলেকট্রিক কার। এই গাড়ি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। চালকবিহীন এই গাড়ির আসন সংখ্যা ৪।

সূত্রমতে, এই গাড়িটি আদতে রোবট ট্যাক্সি। এটি তৈরি করছে জুক্স নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি জুক্সকে অধিগ্রহণ করেছে অ্যামাজন।

ইলেকট্রিক গাড়িটি হবে বাই-ডিরেকশনাল। অর্থাৎ এটিকে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে সমানে চালানো যাবে। এর ছোট ছোট স্টাইলিশ চাকাগুলোও বেশ আকর্ষণীয়। যা গাড়িটিকে গন্তব্যে পৌঁছাতে কিংবা যথাসময়ে গাড়ি পার্ক করাতেও সাহায্য করে।

সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল, কোনও চালক বা স্টিয়ারিং হুইল ছাড়াই দুরন্ত গতিতে ছুটবে গাড়িটি। এ ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল বা ১২০ কিলোমিটার বেগে চলতে পারে।

মূলত ব্যাটারিতে চলবে এই রোবোট্যাক্সি। সেই জন্য গাড়িটির মধ্যে ১৩৩ কিলোওয়াট আওয়ারে ব্যাটারি ইনস্টল করা আছে। সম্পূর্ণ চার্জ করে নিলে ১৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে গাড়িটি। সংস্থার দাবি, ব্যাটারি যদি ঠিক ভাবে চার্জ করা হয়, তা হলে কোনও ব্রেক ছাড়া প্রায় সারা দিন কাজ করতে পারবে এই গাড়িটি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

অন্যরা যা পড়ছেন:

> ফেসবুক ডট কম ডট বিডি ডোমেইন ব্যবহার নিষিদ্ধ

> গোপনে কথোপকথনের ছয় অ্যাপস

> প্লে স্টোরে ‘সেলফি উইথ হিরো আলম’

> গোপনে কথা বলার সেরা ৭ অ্যাপ

> হোয়াটসঅ্যাপে আকর্ষণীয় ফিচারে নতুন চমক

  • সর্বশেষ
  • পঠিত