ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

উটের দুধ যেন সাদা সোনা

  অন্যরকম ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩১  
আপডেট :
 ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮

উটের দুধ যেন সাদা সোনা
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত বেশিরভাগ মানুষের কাছে পরিচিত তেল আর বিশাল বিশাল অট্টালিকা ও ইমারতের জন্য। কিন্তু সেখানকার আরো একটা জিনিস বিশ্ববিখ্যাত। আর তা হলো উটের দুধ।

দুবাই

উটের দুধ সবচেয়ে বেশি পাওয়া যায় দুবাইতে। শহর থেকে মাত্র আধা ঘণ্টা দূরত্বে এমিরেটস ইন্ডাস্ট্রি ফর ক্যামেল মিল্ক অ্যান্ড প্রডাক্টস-এর সেন্টার, যেখানে ২০০৬ সাল থেকে উৎপাদন শুরু হয়েছে।

বিশাল এলাকা

৪২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে দুবাই-এর এই উটের দুধের খামার, যা ২১০ টি ফুটবল মাঠের সমান।

সামাজিক প্রাণি

একটি ঘরে একসাথে থাকে ২৫টি উট। এরা দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে।

চালাক প্রাণি

উট যেমন চালাক, তার জেদও তেমনি বেশি। আপনি তখনই উটের দুধ দোয়াতে পারবেন যখন সে তার সন্তানকে পেট ভরে দুধ খাওয়ানো শেষ করবে।

এক দিনে সাত লিটার

এক দিনে এক একটি স্ত্রী উট সর্বোচ্চ সাত লিটার দুধ দিতে পারে। দিনে দু’বার দুধ দোয়া হয়।

খুব উপকারী দুধ

খামার থেকে দিনে ৬ হাজার লিটার দুধ প্যাকেটজাত করা হয়। গরুর দুধের চেয়ে এই দুধে চর্বির মাত্রা প্রায় অর্ধেক। আর ভিটামিন সি তিন থেকে পাঁচগুণ বেশি। ক্যালসিয়ামের পরিমাণও বেশি।

পাউডার দুধ

মোট উৎপাদনের দুই তৃতীয়াংশ তরল আকারে বাজারে ছাড়া হয়, বাকিটা গুড়ো দুধ হিসেবে বাজারজাত করা হয়।

চকলেট

২০০৮ সাল থেকে উটের দুধ দিয়ে চকলেট বানানো শুরু হয়েছে। প্রতি বছর ১০০ টন চকলেট উৎপাদন হয়। কিন্তু এ জন্য উটের দুধ অস্ট্রিয়ায় পাঠানো হয়।

তিনটি দেশের কাজ

অস্ট্রিয়া থেকে দুধের মণ্ড সংযুক্ত আরব আমিরাতে আসে, এরপর আইভরি কোস্ট থেকে আসে কোকোয়া পাউডার। আর ভ্যানিলা আসে মাদাগাস্কার থেকে। এরপর দুবাইতে বানানো হয় চকলেট।

দাম

৭০ গ্রাম চকলেটের প্যাকেট বিক্রি হয় ৬ ইউরোতে। চকলেট নির্মাতা কোম্পানির নাম আল নাসমা। চকলেটের দামের ৪৯ ভাগ পায় অস্ট্রিয়া। সূত্র: ডয়েচেভেলে

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত