ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আজ প্রথম প্রেম দিবস

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:২২

আজ প্রথম প্রেম দিবস
নিজস্ব ছবি

মানুষের জীবনে প্রেম আসে! কারও একবার, কারও জীবনে একাধিকবার। প্রেম যত বারই আসুক, জীবনে প্রথম প্রেমে পড়ার মুহূর্তটা সবার জন্য একটু বিশেষকিছু হয়ে থাকে।

জীবনের প্রথম প্রেমে সফল হওয়ার নিদর্শন অবশ্য একেবারেই হাতেগোনা। তাই প্রথম প্রেমে প্রাপ্তির চেয়ে বিরহ বেশি, যার রেশ থাকে আজীবন।

প্রথম প্রেম হতে পারে তীব্র বেদনার, ভাঙন কিংবা বিচ্ছেদের গল্প। কিন্তু সেই প্রেম মানুষকে শিখিয়েও যায় অনেক কিছু। পুরো জীবনে ছাপ ফেলে যায়। একসময় আস্তে আস্তে সেসব দুঃসহ যন্ত্রণা মুছে যায়, কেবলই বেঁচে থাকে কবেকার ফেলে আসা সেই বুক চিনচিনে মুহূর্ত।

আবার প্রথম প্রেমে সফল হওয়া যুগলের সংখ্যাটাও একেবারেই কম নয়। আমাদের পরিচিতদের মাঝে এমন অনেকেই রয়েছেন যারা জীবনের প্রথম প্রেমকে লালন পালন করে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন।

যাই হোক, আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এ দিনের উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

আজকের এই দিনে প্রথম প্রেমে পড়া সকল যুগলের জন্য রইলো শুভেচ্ছা।

সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত