ঢাকা, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ২৭ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

যেদিক থেকে মোদিকে ছাড়িয়ে গেলেন ক্যাটরিনা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৮:২৭

যেদিক থেকে মোদিকে ছাড়িয়ে গেলেন ক্যাটরিনা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ । ছবি: কোলাজ

বলিউডের সফল ও জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ার আর সংসার দুটোই সমানতালে সামলে যাচ্ছেন। অভিনয়ের জন্য তিনি বিভিন্ন সময় সংবাদের শিরোনাম হয়েছেন। তবে এবার তিনি সম্পূর্ণ ভিন্ন নিরিখে আলোচনায়। জানা গেছে, জনপ্রিয়তায় ক্যাটরিনাই নাকি সবার ওপরে। অভিনেত্রীর কাছে হেরে গিয়েছেন অনেকেই। সেটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি নতুন ফিচারের সংযোজন হয়েছেন। সেটি হোয়াটসঅ্যাপ চ্যানেল। সেখানেই সবাইকে ছাড়িয়ে গিয়েছেন ক্যাটরিনা।

জানা গেছে, মাত্র কয়েক দিনেই ১৫ মিলিয়ন অর্থাৎ প্রায় দেড় কোটি অনুরাগী যুক্ত হয়েছে ক্যাটরিনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। দ্বিতীয় স্থানেই রয়েছেন মার্ক জুকারবার্গ, তার অনুরাগীর সংখ্যা প্রায় ১ কোটি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরাগীর সংখ্যা অভিনেত্রীর প্রায় অর্ধেক। প্রায় ৭৭ লাখ অনুরাগী যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর চ্যানেলে।

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় অভিনেত্রী ক্যাটরিনা। শুধু হোয়াটসঅ্যাপ চ্যানেল নয়, ইনস্টাগ্রামে তার অনুরাগী সংখ্যা প্রায় ৭৭ মিলিয়ন। যদিও এই দিকে অবশ্য আলিয়া ভাট ও প্রিয়াংকা চোপড়া এগিয়ে ক্যাটরিনার তুলনায়।

তবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী। ক্যাটরিনা ছাড়াও যেসব ভারতীয় তারকা রয়েছেন এই সামাজিকমাধ্যমে, তারা হলেন- অক্ষয় কুমার, সানি লিওন।

আরও পড়ুন: হঠাৎ আড়ালে চলে গিয়েছেন ক্যাটরিনা, ফাঁস হল সত্যিটা

২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বিনোদনের জগতে পা রাখেন ক্যাটরিনা। তার পর কেটে গেছে ২০ বছর। এতদিনের কর্মজীবনে একাধিক ওঠাপড়া প্রত্যক্ষ করেছেন ক্যাট। মাস কয়েক ধরেই নিজেকে অন্তরালে রেখেছেন। ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘ফোন ভূত’ সিনেমায়। এটি অবশ্য বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি। তবে আগামী নভেম্বরে ‘টাইগার ৩’ দিয়ে তার চমকপ্রদ প্রত্যাবর্তন হবে বলে আশা করছে ভক্তরা।

এ ছাড়া ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনার আরেকটি সিনেমা ‘মেরি ক্রিসমাস’। যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতির সঙ্গে। ছবিটি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত