ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

আজারবাইজান সম্পর্কে অজানা কিছু তথ্য

আজারবাইজান সম্পর্কে অজানা কিছু তথ্য

কৃষ্ণ সাগর ও কাশপিয়ান সাগরের মধ্যেবর্তী স্থলে দক্ষিণ পূর্বে অবস্থিত আজারবাইজান। ১৯৯১ সালে সোভিয়াত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীন দেশের মর্যাদা পায় দেশটি। বাংলাদেশে জার্নাল এর নিয়মিত আয়োজন ‘দেশ পরিচিতি’ পর্বে আজকের আয়োজন আজারবাইজান। এক নজরে দেখে নিন আজারবাইজান সম্পর্কে অজানা কিছু তথ্য-

১) পৃথিবীর প্রথম মুসলিম দেশ যেখানে সর্বপ্রথম থিয়েটার, অপেরার প্রচলন হয়।

২) আজারবাইজানে প্রচুর আগ্নেয়গিরি আছে। তাদের মধ্যে ‘ইয়ানার ডাগ’ সবথেকে পুরানো। যাকে ‘বার্নিং মাউন্টেন’ বলা হয়ে থাকে। আগ্নেয়গিরিটি সর্বদাই জলন্ত অবস্থাতেই থাকে এবং এর সৃস্টি তথা আগুন নিভে যাওয়ার সময়সিমা সম্পর্কে আজও পৃথিবীতে সঠিক প্রমান নেই।

৩) পৃথিবীতে সবচেয়ে বেশি কাঁদার তৈরি আগ্নেয়গিরি এখানেই পাওয়া যায়।

৪) আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ার বলে। কারণ আজার কথার অর্থ আগুন এবং অতি প্রাচীন কাল থেকেই এখানকার স্থানীয় মানুষ আগুনের দেবতা পূজা করে আসছে।

৫) আজারবাইজানের মানুষকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন মানুষদের মধ্যে ধরা হয়।

৬) এখানে তেলের খনি, পুলিশের গাড়ি, ট্রাফিক পুলিশ এর ছবি তোলা নিষেধ। ছবি তুললে অপরাধ হিসেবে গন্য করা হয়।

৭) চা সবচেয়ে বেশি প্রিয় পানীয় আজারবাইজানের মানুষের। এখানে জ্যামের সাথে চা মিশিয়ে খেতে ভালোবাসে।

৮) পৃথিবীর সবচেয়ে পুরাতন গুহা, যাকে ‘আজিক গুহা’ বলা হয়ে থাকে। সেটি আজারবাইজানে সর্বপ্রথম পাওয়া যায়। ঐতিহাসিকদের মতে এই গুহার বয়স প্রায় ৫ লক্ষ থেকে ৭ লক্ষ বছর।

পৃথিবীর অজানা আরও দেশ সম্পর্কে জানতে থাকুন ‘বাংলাদেশ জার্নাল’ এর সাথে। সর্বশেষ, অজানা সকল সংবাদ জানাতে আমরা আছি আপনাদের সাথে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত