ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ উদ্ধার

  ফিচার ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৭  
আপডেট :
 ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬

বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ উদ্ধার

ডাইনোসর নিয়ে অনেকের যেমন আগ্রহ আছে তেমনি ডাইনোসর নিয়ে রয়েছে রহস্যও। অনেক সিনেমা তৈরি হয়েছে ডাইনোসার নিয়ে। কিছুদিন আগে সন্ধান মিলছে জীবাশ্মর। এবার মিলল সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ।

এখন পর্যন্ত পাওয়া বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপ এটি। নর্থওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আবিষ্কৃত এই পায়ের ছাপটির দৈর্ঘ্য ৫ ফুট ৯ ইঞ্চি বা ১.৭৫ মিটার।

গবেষক দলের প্রধান জানান এই পায়ের ছাপটি সাওরোপদ নামে লম্বা গলার তৃণভোজি প্রাণীর হতে পারে। এ ডাইনোসরের পায়ের ছাপটি যাকে হটিয়ে সবচেয়ে বড় পায়ের ছাপের স্বীকৃতি পেয়েছে সেটি হলো গত জুলাইয়ে পাওয়া ৩ ফুট ৯ ইঞ্চি দৈর্ঘ্যের পায়ের ছাপটি। বলিভিয়াতে পাওয়া সে পায়ের ছাপটি ছিল সবচেয়ে বড় মাংসাশী ডাইনোসরের পায়ের ছাপ।

ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের অধ্যাপক স্টিভ সালিসবারি বলেন, ‘এই দানবাকৃতির পায়ের ছাপটি সত্যিই অসাধারণ। এর কাছাকাছি আসতে পারে এমন কোন ছাপ এখনো পাওয়া যায়নি।’

গবেষকরা জানান, গোবি মরুভূমিতে টাইটেনোসেরের পায়ের ছাপ পৃথিবীতে ডাইনোসরদের বিচরণক্ষেত্র নিয়ে ধারণা আরও স্পষ্ট করলো। পায়ের ছাপগুলো ৭ থেকে ৯ কোটি বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত