ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

কোথায় চললেন ‘পাগলা কিম’

  ফিচার ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৬:৪৫  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৯, ১৮:০১

কোথায় চললেন ‘পাগলা কিম’

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ঘোড়ায় চেপে দেশের সর্বোচ্চ পাহাড়ে উঠেছেন বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা। কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায় উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট পেকতুরের বরফে ঢাকা পাহাড়ি রাস্তা ধরে ধবধবে সাদা তেজী একটি ঘোড়া চড়ে ছুটে যাচ্ছেন কিম।

বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ ছবিগুলো প্রকাশ করে।

জানা যায়, মাউন্ট পেকতুরের উচ্চতা দুই হাজার ৭৫০ মিটার।

২০১৬ সালে রাশিয়া থেকে প্রায় এক কোটি ২৩ লাখ ৫৩ হাজার টাকা দিয়ে সাদা ঘোড়াটি কিনেছিলেন কিম। নিতান্তই শখের বসে তিনি ঘোড়াটি কিনেছিলেন।

ছবিতে দেখা যায়, দ্রুতগতিতে ঘোড়া ছোটার সময়ও কিমের মুখে প্রাণবন্ত হাসি ছিলো।

দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক বলছেন, কোনো কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে প্রিয় ঘোড়া নিয়ে মাউন্ট পেকতু পরিদর্শনে যান কিম। এই পর্বতেরই কোনো এক গ্রামে তার বাবা কিম জং ইল জন্মেছিলেন।

কথিত আছে, প্রায় চার হাজার বছর আগে কোরিয়ার প্রতিষ্ঠাতা ডাংগুনের জন্মও এই পর্বতে। এছাড়া এর আগেও ওই পর্বতের চূড়ায় দাঁড়ানো কিমের ছবি প্রকাশ করেছিল কেসিএনএ। সেসময় দূরপাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।

চলতি মাসে সুইডেনে পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে অর্থহীন চুক্তির প্রস্তাব দিয়েছে বলে দাবি করেন কিম জং উন।

এ বিষয়ে ফলপ্রসূ আলোচনায় এগোতে হলে ওয়াশিংটনকে আরও মানবিক হওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত