ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সিজিরিয়া গার্ডেনের হাতছানি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

সিজিরিয়া গার্ডেনের হাতছানি

নানা জাতের গাছের সমারোহে বিশ্বের বিভিন্ন স্থানে সৌখিন ব্যক্তিরা গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন অনেক বাগান। তেমনই আকর্ষণীয় স্থান শ্রীলঙ্কার সিজিরিয়া গার্ডেন। সিজিরিয়া পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা শ্রীলঙ্কার ঐতিহাসিক স্থান।

সিজিরিয়া গার্ডেন শ্রীলঙ্কার সবচেয়ে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মাঝে অন্যতম। দেশটির উত্তর মাতুল জেলার ডাম্বুলা শহরের কাছেই এই ঐতিহাসিক বাগানটি অবস্থিত। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া এই বাগানটি প্রাচীন নগর পরিকল্পনার এক অন্যতম নির্দশন হিসেবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এই এলাকাটি একসময় ছিল রাজা কাশ্যপের রাজধানী। বাগানটি বিশ্বের প্রাচীন বাগানগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ের একদিকে এক বিশাল ল্যান্ডস্কেপ, তার সাথে বহমান পানির স্রোতধারা, পাথুরে পাহাড় আর বাগান মিলে পুরো এলাকা জুড়ে এক নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত