ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ডমিঙ্গোর

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ১৪:৪৭

পাকিস্তান সফরে যেতে আপত্তি নেই ডমিঙ্গোর

পাকিস্তানে সফর বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি বিসিবি। দুই বোর্ডই তাদের নিজেদের সিদ্ধান্তে অনড়। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের সাথে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। বুধবার এক সাক্ষাৎকারে নিজের অবস্থানের কথা জানিয়েছেন প্রোটিয়া কোচ।

পাকিস্তানে যাওয়া প্রসঙ্গে রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘যদি দলকে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়, তাহলে আমি যাব। যদি দলকে যাওয়ার ছাড়পত্র না দেওয়া হয়, তাহলে আমি অবশ্যই যাব না।’

তবে বিসিবি দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই আলোচনার টেবিলে বসতে চান ডমিঙ্গো। বোর্ডের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রোটিয়া এই কোচ বলেছেন, ‘আমার মনে হয় সিদ্ধান্ত হওয়ার পর আমাদের আলোচনা করতে হবে। বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এবং তারপর কী হবে বোর্ড সিদ্ধান্ত নেবে।’

গত ২৬ ডিসেম্বর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেছিলেন, বাংলাদেশের অনেক ক্রিকেটার-কোচ পাকিস্তান সফরে যেতে ইচ্ছুক নন। বিদেশি কোচদের বেশির ভাগই যেতে চান না পাকিস্তানে। বিসিবিকে নিজেদের ইচ্ছার কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ঐসব বিদেশি কোচ।

তামিম-মুশফিকদের কোচদের সবাই বিদেশি। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি, ফিল্ডিং কোচ রায়ান কুক, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েন, ফিজিও জুলিয়ান ক্যালেফাতো কাজ করছেন টাইগারদের সঙ্গে। সম্প্রতি বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার শার্ল ল্যাঙ্গেভেল্ট।

  • সর্বশেষ
  • পঠিত