ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

খেলার মাঠেই বিষধর সাপ, আতঙ্কে ক্রিকেটাররা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২০, ১৭:৩১

খেলার মাঠেই বিষধর সাপ, আতঙ্কে ক্রিকেটাররা

বৃষ্টি বা ক্রিকেটারের আঘাত নয়, এবার খেলায় বিঘ্ন ঘটালো সাপ। অপ্রত্যাশিত এমনই দুই বিষধর সাপের কারণে স্তব্ধ হল মুম্বই ও কর্নাটকের রঞ্জি ট্রফির ম্যাচ। শেষ পর্যন্ত সাপুড়ে ডেকে মাঠ থেকে বের করা হল সাপ।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে মুম্বই ও কর্নাটকের মধ্যে তৃতীয় দিনের খেলা চলছিল। রবিবার তখনই মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি সাপ। সাপ দেখে স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ থাকে খেলা।

এই প্রথমবার নয়। চলতি মৌসুমে রঞ্জিতে এই নিয়ে দ্বিতীয়বার মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনা ঘটল। রঞ্জি ট্রফি শুরুর প্রথম দিনেই বিদর্ভ এবং অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ান স্বয়ং নাগরাজ। নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরিতেই শুরু হয় ম্যাচ।

  • সর্বশেষ
  • পঠিত