ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

ফিলিস্তিনে ধরাশায়ী বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২০, ১৯:৪৬

ফিলিস্তিনে ধরাশায়ী বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। জয় নিয়ে মাঠ ছেড়েছে এবারের আসরের ফেভারিট ফিলিস্তিন। দুই গোলই করেছেন দীর্ঘদেহী স্ট্রাইকার খালেদ সালেম। আগামী রোববার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জামাল-তপু বর্মণরা। এ ম্যাচে জিতলেই সেমিফাইনালে উঠবে বাংলাদেশ দল।

২-০ গোলে হারলেও লড়াকু ফুটবল উপহার দিয়েছে লাল-সবুজরা। কিন্তু সুযোগ গুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় কাঙ্খিত গোল আসেনি। ২৮ মিনিটে প্রথম গোল পায় ফিলিস্তিন। বাম দিক থেকে ডিবক্সে একটু ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন খালেদ সালেম।

পুরো ম্যাচে ফিলিস্তিনিদের কাছে খেই হারানো লাল-সবুজ ফুটবলাররা দ্বিতীয় গোল হজম করে ৫৮ মিনিটে। মাঝমাঠ থেকে লম্বা করে বাড়ানো বল ক্লিয়ার করতে ব্যর্থ লাল-সবুজর ডিফেন্ডাররা। সে বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুন করেন খালেদ সালেম। বাকি সময়ে বাংলাদেশ দল চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি।

২০১৮ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছিলো বাংলাদেশ।

  • সর্বশেষ
  • পঠিত