ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

চ্যাম্পিয়ন হতে খুলনার সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ২০:৫২  
আপডেট :
 ১৭ জানুয়ারি ২০২০, ২১:৪৬

চ্যাম্পিয়ন হতে খুলনার সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ

বঙ্গবন্ধু বিপিএল ফাইনালের মঞ্চে মুখোমুখি খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। টস হেরে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান সংগ্রহ করেছে রাজশাহী রয়্যালস। সুতরাং, শিরোপা জিততে হলে খুলনাকে করতে হবে ১৭১ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায়। আমিরের বলে মিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ওপেনার আফিফ হোসেন। ৮ বলে ১০ রান করেন তিনি। এরপর ৪৯ রানের জুটি গড়েন ইরফান শুক্কুর ও লিটন দাস।

বিপিএলে দারুণ ফর্মে থাকলেও ফাইনাল ম্যাচে ভালো কিছু করতে পারেননি লিটন। ২৮ বলে ২৫ করে দলীয় ৬৩ রানে বিদায় নেন তিনি। এরপর শোয়েব মালিক নেমে ১৩ বলে ৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

অন্য প্রান্তের ব্যাটসম্যানরা সুবিধা না করতে পারলেও দারুণ খেলছিলেন ইরফান শুক্কুর। ৩০ বলে ব্যক্তিগত অর্ধশত পূরণ করার পর ইনিংসকে বড় করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৫২ রানে শফিউলের হাতে ক্যাচ হয়ে ফেরেন তিনি। পরে রাসেল ও নওয়াজ ৭১ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন।

খুলনার বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ২টি, ফ্রাইলিঙ্ক ১টি ও শহীদুল ১টি করে উইকেট নেন।

রাজশাহী একাদশ:

লিটন দাস, আফিফ হোসেন, ইরফান শুক্কুর, অলক কাপালি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।

খুলনা একাদশ:

নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহীম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম, তানভীর ইসলাম।

  • সর্বশেষ
  • পঠিত