ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বাংলাদেশের ৩ ক্রিকেটার ‘বিপজ্জনক’!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১২:১৯  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৯

বাংলাদেশের ৩ ক্রিকেটার ‘বিপজ্জনক’!

আজ শুক্রবার থেকে লাহোরে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজ শুরুর আগেই নিজের ইউটিউব চ্যানেলে ক্রিকেট নিয়ে বিশ্লেষণের নিয়মিত আয়োজনে টাইগারদের মধ্যে থেকে তিনজনকে বেছে নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা।

সেই তিনজন ক্রিকেটার হলেন- মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। রমিজের মতে, এই তিনজন পাকিস্তানের জন্য কঠিন বিপজ্জনক।

এ ব্যাপারে রমিজ রাজা বলেন, ‘মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও অধিনায়ক মাহমুদ উল্লাহকে সামলানো পাকিস্তানের জন্য কষ্টকর হবে। এই তিনজনের ওপর আমাদের কড়া নজর রাখতে হবে।’

পেসার মুস্তাফিজকে নিয়ে তিনি বলেন, ‘মুস্তাফিজের ভেতরে একটা ব্যাপার আছে, সে তরুণ ও খুবই তেজময়। তার পরিসংখ্যানও দুর্দান্ত। তার পেসে বৈচিত্র্য আছে এবং সে কারণে সিম ডেলিভারিগুলোও দারুণ হয়। বাঁহাতি হওয়ায় সে তার জায়গা থেকে সুবিধা পায়। সে একটু পরিপূর্ণ প্যাকেজ ও পরিপূর্ণ বোলার। তার ভালো খেলা বাংলাদেশের জয়ের সুযোগ তৈরি করে দিতে পারে।’

তামিমের আক্রমণাত্মক খেলার প্রশংসা করে সাবেক এ পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘তামিম ইকবাল একজন অভিজাত বাঁহাতি ব্যাটসম্যান। সে অভিজ্ঞ ও স্পিন খুবই ভালো খেলে। ভালো আক্রমণ করতে পারে। টি-টোয়েন্টি খেলায় শুরুটা খুব গুরুত্বপূর্ণ। সে সাধারণত দলকে ভালো শুরু এনে দেয়। যদি সে পরিকল্পনামাফিক এগোতে পারে, তাহলে পাকিস্তানের জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারবে।’

এবার পাকিস্তান সফরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মাহমুদ উল্লাহ। তাকে নিয়েও রমিজ বলেন, সে ফর্মে থাকলে বাংলাদেশ ভালো করবে। ও দুর্দান্ত অধিনায়কত্ব করে। মিডলঅর্ডারে ঝড়ো ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ওকে নিয়ে অবশ্যই পাকিস্তানকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত