ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

মেজাজ হারিয়ে স্টোকসের কাণ্ড

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ০২:৫৯  
আপডেট :
 ২৫ জানুয়ারি ২০২০, ০৩:০৬

মেজাজ হারিয়ে স্টোকসের কাণ্ড

ক্রিকেটাররা কত কারণেই খেলার মাঠে মেজাজ হারান। কখনো প্রতিপক্ষ খেলোয়ারের সাথে তর্কে জড়িয়ে, কখনো আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পারলে। আবার কখনোবা গ্যালারী থেকে দর্শকদের কটু কথা কিংবা তাদের বিরূপ আচরণে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে তেমনই দর্শকের আচরণে মেজাজ হারিয়ে গালিই দিয়ে বসলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে আউট হয়ে ফেরার সময় এভাবেই মেজাজ হারান স্টোকস। মেজাজ ধরে রাখতে না পেরে তিনি রাগান্বিত হয়ে সে দর্শককে গালি দিয়ে বলেন, যা বলেছ সেটা মাঠের বাইরে এসে বলো। স্টোকসের এ আচরণ ক্যামেরায়ও ধরা পড়েছে।

এ কাণ্ডে ম্যাচ রেফারির কাছে জবাবদিহিতার জন্য যেতে হতে পারে স্টোকসকে। ক্রিকইনফো জানিয়েছে, শাস্তি হিসেবে স্টোকসকের নামের পাশে ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ক্রিকেটারদের মেজাজ হারানোর ঘটনা এর আগেও কয়েকবার ঘটেছে। অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার সাবেক পেসার মার্ভ হিউজ তো একবার এক দর্শকের কথায় রেগে গিয়ে ব্যাট ছুড়ে মারতে গিয়েছিলেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত