ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৭

দ্বিতীয় টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে হারে বাংলাদেশ। সিরিজে ইতোমধ্যেই পিছিয়ে পড়েছে তারা। এই ম্যাচ হারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি। শেষ ম্যাচটিও লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে হবে। টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে আসবে বাংলাদেশ দল।

দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে তারা। তারপর তৃতীয় দফায় আগামী ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডের পর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ (সম্ভাব্য):

আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাদাব খান, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

  • সর্বশেষ
  • পঠিত