ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ‘রোমান সানা’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১২:৩০

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ‘রোমান সানা’

সাকিব আল হাসান কিংবা জামাল ভুঁইয়াদের মতো ক্রীড়াবিদদের ছাড়িয়ে কুল-বিএসপিএ’র (বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন) বর্ষসেরা ক্রীড়াবিদ হলেন আর্চার রোমান সানা। ১৫ ক্যাটাগরির মধ্যে ৭টিতেই পুরস্কার জিতেছেন আর্চ্যার ও আর্চ্যারি সংশ্লিষ্টরা। এছাড়া বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান, সেরা ফুটবলার জামাল ভূঁইয়া।

সারা বছর তীরধনুকে দাপট। তবে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডে অন্য আলোয় আলোকিত তীরন্দাজরা। ১৫ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ক্রীড়াবিদ-সংগঠকরা। যার সাতটায় শ্রেষ্ঠত্ব আর্চ্যার আর আর্চ্যারি সংশ্লিষ্টদের।

সবার চেয়ে আলাদা রোমান সানা। কীর্তিমান আর্চ্যার পোডিয়ামের রোশনাই কেড়ে নিলেন। নিষিদ্ধ সাকিব আল হাসান, জামাল ভূঁইয়াদের পেছনে ফেলে বর্ষসেরা ক্রীড়াবিদ।

পপুলার চয়েস অ্যাওয়ার্ড প্রতি বছর যা নিশ্চিত থাকে ক্রিকেটারদের জন্য তা এবার একজন অ্যার্চ্যারের। রুমান হয়েছেন সেরা আর্চ্যারও। উদীয়মান ক্রীড়াবিদ ইতি খাতুন, বর্ষসেরা কোচ মার্টিন ফ্রেডরিক, সংগঠক কাজী রাজিব উদ্দিন আহমেদ এবং পৃষ্ঠপোষকতায় সেরা সিটি গ্রুপ।

সাকিব ছিলেননা। তবে বিশ্বকাপ কীর্তিতে হয়েছেন বর্ষসেরা ক্রিকেটার। এসএ গেমসে দেশকে স্বর্ণ উপহার দেয়া মাবিয়া আক্তার, হুমায়রা অন্তরা, দিপু চাকমা, ফাতেমা মুজিব হয়েছেন নিজ নিজ ডিসিপ্লিনের সেরা। বিশেষ সম্মাননা পেয়েছেন আব্দুল জলিল এবং তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব রফিকউল্ল্যাহ আখতার এবং তাজুল ইসলাম।

  • সর্বশেষ
  • পঠিত