ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

এক ম্যাচেই ৪৮ ছক্কা, ৭০ বাউন্ডারি!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৪:০৪

এক ম্যাচেই ৪৮ ছক্কা, ৭০ বাউন্ডারি!

৫০ ওভারের ম্যাচে ৪৮ ছক্কা ও ৭০টি বাউন্ডারি হাঁকিয়ে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশের ক্রিকেট। দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে এ ঘটনা ঘটিয়েছে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি ও ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমীর ব্যাটসম্যানরা। সোমবার রাজধানীর সিটি ক্লাব মাঠে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪৩২ রান করে নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমী। জবাবে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমী করে ৩৮৬ রান। নর্থ বেঙ্গল জয় পায় ৪৬ রানে।

চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে দুই ইনিংসে ১০০ ওভারে হয়েছে ৮১৮ রান। নর্থ বেঙ্গলের ব্যাটসম্যানরা মেরেছেন মোট ২৭টি ছক্কার মার। বিপরীতে ২১টি ছক্কা হাঁকান ট্যালেন্ট হান্টের ব্যাটসম্যানরা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিচু সারির লীগ গুলো প্রায় সময় আলোচনায় আসে নেতিবাচক খবরে।

এই ম্যাচের স্কোর আর চার-ছক্কার রেকর্ডে আলোচিত এই ম্যাচটি নিয়ে বিদেশি সংবাদমাধ্যমে পর্যন্ত খবর প্রকাশ করেছে। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক ডেইলি মেইল এই ম্যাচ সম্পর্কে লিখেছে,‘বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিচু সারির লীগে এ ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড প্রায়ই দেখা যায়। সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও আসে।’

  • সর্বশেষ
  • পঠিত