ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

সুপার ওভারে সিরিজ জিতলো ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৫

সুপার ওভারে সিরিজ জিতলো ভারত

আবারও সুপার ওভারের ক্ল্যাসিক। নিউজিল্যান্ড আর সুপার ওভার- যেন একে অপরের পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সুপার ওভার হলেই যেন নিউজিল্যান্ডের পরাজয় অবধারিত। বিশ্বকাপের সেই ক্ল্যাসিক ফাইনালের পর এ নিয়ে আরও দু’বার সুপার ওভারে ম্যাচের নিষ্পত্তি করলো নিউজিল্যান্ড। সর্বশেষ আজ হ্যামিল্টনের সেডন পার্কে সুপার ওভারে ভারতের কাছে হেরে গেলো কিউইরা।

নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৭৯ রান তোলে। কিউয়িদের হয়ে কেন উইলিয়ামসন ৯৫ রানে আউট হন। ক্রিজে থাকলে কেনই প্রায় ম্যাচ জিতিয়ে দিতেন। শেষ পর্যন্ত মোহম্মদ শামি শেষ ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসন ও ওভারের শেষ বলে টেলরকে আউট করেন। টাই ম্যাচ এরপর সুপার ওভারে গড়ায়। জসপ্রীত বুমরাহের বোলিংয়ের বিপক্ষে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসনের জুটি সুপার ওভারে ১৭ রান তোলে।

সুপার ওভারের ১৮ রানের টার্গেট তাড়া করতে নেমে এরপর রোহিত-রাহুলের জুটি প্রথম ২ বলে ৩ রান তুললে পারে। প্রথম বলে দুই ও পরের বলে ১ রান তোলে ভারত। এরপর ওভারের তৃতীয় বলে রাহুল চার হাঁকান। চতুর্থ বলে এক রান নিয়ে রোহিতকে স্ট্রাইক দেন। শেষ দুই বলে সুপার ওভার জিততে ভারতের ১০ রান প্রয়োজন ছিল। সেখানেই শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন হিটম্যান।

তৃতীয় টি-২০ জয়ের ফলে সিরিজ জিতে নিল ভারত। চলতি সপ্তাহে শুক্র ও রোববার নিয়মরক্ষার দুই ম্যাচে ৫-০ সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। সিরিজ জয়ের পর বাকি দুই ম্যাচে সুযোগ না পাওয়া নভদীপ সাইনি ও ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়ার কথা জানালেন বিরাট। কিউয়িদের বিরুদ্ধে ব্যাটে ৬৫ রান ও সুপার ওভারের শেষ দুই বলে জোড়া ছক্কা হাঁকিয়ে তৃতীয় লড়াইয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন রোহিত শর্মা।

শেষবার কিউয়ি সফরে ২০১৯ সালে ৩ ম্যাচে টি-২০ সিরিজে ভারত ১-২ ব্যবধানে হেরেছিল। ২০০৯ সালে নিউজিল্যান্ড সফরের টি-২০ সিরিজে ভারত ০-২ ব্যবধানে হারে।

  • সর্বশেষ
  • পঠিত