ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আইসিসি শাস্তি দেবে চ্যাম্পিয়ন যুবাদের!

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৯  
আপডেট :
 ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৬

আইসিসি শাস্তি দেবে চ্যাম্পিয়ন যুবাদের!

বৈশ্বিক কোনা আসরের ফাইনালে উঠে প্রথমবারের মত দেশকে চ্যাম্পিয়নের তকমা এনে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। খেলা শেষে দুই দলের ক্রিকেটাররা কথার লড়াইয়ে নামেন এমনকি তাদের মধ্যে ধাক্কাধাক্কিও হয়েছে।

জয় সূচক রান পেতেই বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে উদযাপন করতে নেমে যায়। তখন দলের কেউ কেউ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। ভারতীয় ক্রিকেটাররা তা মেনে নেয়নি। এরপর তাদের মধ্যে হাতাহাতি লেগে যায় বলে দাবি করা হচ্ছে। যদিও প্রকৃত ঘটনা কী তা বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী, ম্যাচ রেফারি গ্রায়েম লাব্রয়ের কিংবা ভারতীয় দলের টিম ম্যানেজার আনিল প্যাটেল নিশ্চিত করে বলতে পারছেন না।

ফুটেজে দেখা যায়, ম্যাচ শেষে বাংলাদেশ যুবা দলের এক ক্রিকেটার লাফ দিয়ে ভারতের ক্রিকেটারের সামনে দাঁড়িয়ে কিছু একটা বলেন। এরপর শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটারদের হাত থেকে পতাকা কেড়ে নেয় ভারত। তবে আইসিসি শেষ কয়েক মিনিটের ফুটেজ দেখে ঘটনা কী ঘটেছিল তা দেখবে বলে জানিয়েছে।

তবে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজার অনিল প্যাটেল মনে করেছেন, দোষটা বাংলাদেশ দলের। তাই আইসিসি বাংলাদেশ দলকে শাস্তি দেবে বলে জানিয়েছেন তিনি।

প্যাটেল বলেন, ‘আমরা ঠিক জানি না, কী ঘটেছিল। আমাদের ক্রিকেটাররা হতভম্ব হয়ে পড়েছিল। আমরা বুঝতেই পারিনি মাঠে কী হচ্ছে। আইসিসি শেষ কয়েক মিনিটের ফুটেজ দেখবে। ম্যাচ রেফারি আমার কাছে এসেছিলেন। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিশ্চিত করেছেন, আইসিসি ব্যাপারটা নিয়ে সিরিয়াস। তারা ফুটেজ দেখে আমাদের বিষয়টি জানাবে বলেছে।’

তার দলের ক্রিকেটাররা কোনো ভুল করলে তা অজান্তেই ঘটে গেছে বলে উল্লেখ করেন আকবর, ‘এমন ফাইনালে আবেগ বেরিয়ে আসে। দলের ক্রিকেটাররা একটা সময় খুব উচ্ছ্বসিত ছিল। সেজন্য তারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি। তরুণ ক্রিকেটার হিসেবে তাদের এমন আচরণ করা ঠিক হয়নি। যেকোন পরিস্থিতিতে আমাদের প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানোর মনোভাব থাকতে হবে। খেলাটাকে সম্মান করতে হবে।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত