ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দেশের পথে বিশ্বচ্যাম্পিয়নরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০৪

দেশের পথে বিশ্বচ্যাম্পিয়নরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতে আজ বিকেলে দেশে ফিরছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। যুব টাইগারদের সাফল্য উদযাপনের জন্য রঙিন সাজে সেজেছে দেশের হোম অব ক্রিকেট, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বকাপজয়ী দলটি দুবাইয়ে যাত্রাবিরতি করেছে। পুরো দল আসবে বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে।

চ্যাম্পিয়ন দলকে বহন করা বিমানটি মাটি ছোঁয়ার পর ওয়াটার স্যালুটের মাধ্যমে প্রথম অভ্যর্থনা জানানো হবে পুরো দলকে। এজন্য বিমানের দুই পাশ থেকে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে ছিটানো হবে পানি।

বিমানবন্দরে খেলোয়াড়রা নামার পর বিসিবি সভাপতিসহ অন্যান্য বোর্ড পরিচালকদের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর বিমানবন্দরেই কাটা হবে কেক। এই পর্ব শেষ করে বিসিবি কার্যালয়ে যাবেন আকবররা।

গত রোববার ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত মাসের ৩ তারিখ দক্ষিণ আফ্রিকায় যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট দল।

১৯৯৮ সাল থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিয়মিত দল পাঠায় বাংলাদেশ। দেশের মাটিতে ২০১৬ বিশ্বকাপে মিরাজ-শান্তরা প্রথমবার টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। এছাড়া দেশের বাইরে নিউজিল্যান্ডে ২০১৮ বিশ্বকাপে সাইফ-আফিফরা কোয়ার্টার ফাইনালে খেলেছিল।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত